ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

উন্নয়নশীল দেশের স্বীকৃতি উদযাপনের অনুষ্ঠান নিয়ে খসরুর প্রশ্ন

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ২২ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উন্নয়নশীল দেশের স্বীকৃতি উদযাপনের অনুষ্ঠান নিয়ে খসরুর প্রশ্ন

জ্যেষ্ঠ প্রতিবেদক : স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যুক্ত হওয়ার স্বীকৃতি উদযাপনে সরকারের শোভাযাত্রাসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী।

ক্ষমতাসীনদের নিজেদের দুর্বলতা আড়াল করতে উন্নয়ন দেখিয়ে মিছিলের আয়োজন করতে হচ্ছে বলেও মন্তব‌্য করেন দলটির স্থায়ী কমিটির এই সদস‌্য।

বৃহস্পতিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব‌্য করেন।

সরকারের বিভিন্ন অনুষ্ঠানের সমালোচনা করে আমির খসরু মাহমুদ বলেন, ‘আজকে নাকি একটা উন্নয়নের মিছিল আছে। উন্নয়নের মিছিল শুনেছেন কখনো? বাংলাদেশে এখন উন্নয়নের মিছিল হয়। তাদের (সরকার) দুর্বলতা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে, ক্ষমতায় টিকে থাকার জন্য উন্নয়নের মিছিল করতে হচ্ছে।’

বিএনপির অন্যতম এই নীতিনির্ধারক প্রশ্ন তুলে বলেন, ‘উন্নয়ন কার হয়েছে? বাংলাদেশের মানুষ কি এত বোকা হয়ে গেছে? আপনি একটা মিছিল করে উন্নয়নের কথা বলবেন, আর মানুষ এটা গিলবে। সেটা বিশ্বাস করার কোনো কারণ আছে?’

জিয়া পরিষদের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার।

জনগণের নয়, ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের উন্নয়ন হয়েছে, দাবি করে আমির খসরু বলেন, ‘উন্নয়ন তো তাদের হয়েছে। তাদের দলের হয়েছে। বাংলাদেশের কোনো উন্নয়ন হয়নি। সারা দেশে রাস্তায় চলার কোনো সুযোগ আছে? বিদ্যুতের দাম সাত গুণ বেড়েছে। গ্যাসের মূল্য তিন-চার গুণ বেড়েছে। চালের দাম এখন ৭০ টাকা। সাধারণ মানুষের জীবনযাত্রার মান কমে গেছে। অথচ তারা উন্নয়নের কথা বলছে।’

তিনি বলেন, ‘মানুষের ক্রয়ক্ষমতা আগের চেয়ে কমে গেছে। দেশে কর্মসংস্থান নেই। শেয়ারবাজার লুট হচ্ছে। কোনো বিচার নেই। বিদেশে লক্ষ-কোটি টাকা পাচার করছে। কোনো বিচার নেই। প্রশ্নপত্র প্রতিনিয়ত ফাঁস হচ্ছে। শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিয়েছে।’

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবীর মুরাদের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদের সঞ্চালনায় আরো বক্তব‌্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডা. আবদুল কুদ্দুস, অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৮/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়