ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বঙ্গবন্ধু সেনা পরিষদের আত্মপ্রকাশ

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৩, ২৮ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধু সেনা পরিষদের আত্মপ্রকাশ

ছবি : শাহীন ভূইয়া

নিজস্ব প্রতিবেদক : সশস্ত্র বাহিনীর (সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি, আনসার) প্রাক্তন সদস্যদের নিয়ে গঠিত বঙ্গবন্ধু সেনা পরিষদ আত্মপ্রকাশ করেছে।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নবগঠিত এ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মেজর (অব.) আতমা হালিম, যুগ্ম আহ্বায়ক লেফট্যানেন্ট  কর্নেল (অব.) নূর খান, মেজর (অব.) মহসিন শিকদার, মেজর (অব.) মো. জসিম উদ্দিন, গ্রপ ক্যাপ্টেন (অব.) ইদ্রিস আলী, অ্যাডমিরাল এম আজাদ, সদস্য  ক্যাপ্টেন  (অব.) মো. মঞ্জুরুল হক, মেজর (অব.) ইউসুফ হোসেন, কর্নেল (অব.) রমজান আলী,  মেজর (অব.) সারোয়ার ইমরান, আফরোজা বেগম হ্যাপি, মেজর (অব.) হাবিবুর রহমান ও  মেজর হাফিজ (অব.) সদস্য সচিব প্রমুখ।

অনুষ্ঠানে লিখিত বক্তব্যে আহ্বায়ক বলেন,  জাতীর জনকের ডাকে ১৯৭১ সালে সশস্ত্র বাহিনীর গোড়াপত্তন হয়। বঙ্গবন্ধুর ডাকে এই বাহিনী আপামর জনতার সাথে মুক্তিযুদ্ধে অংশ নেয়। যার ফলে বাংলাদেশের মুক্তির সংগ্রাম এগিয়ে যায়।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বঙ্গবন্ধু সেনা পরিষদ গঠন করা হয়েছে। এ সংগঠন বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে ও দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, শুধু প্রাক্তন সশস্ত্র বাহিনীর সদস্য নয়, তাদের পরিবারের সদস্যরা সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ মার্চ ২০১৮/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ