ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘বিচার না হওয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড উৎসাহিত হচ্ছে’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ১১ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিচার না হওয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড উৎসাহিত হচ্ছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক : দেশে অপরাধীরা গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি না হওয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড উৎসাহিত হচ্ছে বলে দাবি করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বরগুনা জেলার আঠারগাছিয়া ইউনিয়ন যুবদলের নেতা মো. ইউসুফকে হত্যার ঘটনায় বুধবার এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান সরকারের আমলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দেশে সন্ত্রাসীদের চরম দৌরাত্মে মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তাও নেই।’

‘অপরাধীদেরকে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করতে ব্যর্থতার কারণেই বর্তমান সরকারের আমলে অপরাধ সংঘটনে সন্ত্রাসীরা আরো বেশি মাত্রায় উৎসাহিত হচ্ছে। ফলে দেশে মানুষ খুনের ঘটনা বেড়েই চলেছে,’ বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘হত্যা, গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, গুপ্তহত্যা, নারী ও শিশু নির্যাতন দেশে নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মো. ইউসুফকে বাসা থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে পৈশাচিক কায়দায় হত্যা করার ঘটনা তারই ধারাবাহিকতা।’

বিএনপির মহাসচিব অবিলম্বে মো. ইউসুফকে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।



রাইজিংবিডি/ঢাকা/১১ এপ্রিল ২০১৮/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়