ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মঙ্গল শোভাযাত্রার নির্দেশনা প্রত্যাহার দাবি হেফাজতের

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ১৩ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মঙ্গল শোভাযাত্রার নির্দেশনা প্রত্যাহার দাবি হেফাজতের

জ্যেষ্ঠ প্রতিবেদক : পহেলা বৈশাখ বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রা ইমান ও ইসলামবিরোধী আখ্যায়িত করে মাদ্রাসায় অনুষ্ঠান পালনের নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটির ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী এ দাবি জানান।

তিনি বলেন, শোভাযাত্রা ইসলামবিরোধী। মুসলিম শিক্ষার্থীদের ইমানবিরোধী রীতি পালনে রাষ্ট্র কখনোই বাধ্য করতে পারে না। এটা নাগরিকদের অধিকার রক্ষার সংবিধানের মৌলিক নীতিমালার ঘোরতর বিরোধী; কারণ, সংবিধানে প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার দিয়েছে। সুতরাং সংবিধান মতে ধর্মবিরোধী কাজে সরকার বাধ্য করতে পারে না।

কাসেমী বলেন, আমরা দেশীয় রীতি ও সংস্কৃতির বিরোধী নই। তবে সংস্কৃতির লেবেল সেঁটে দিয়ে মুসলমানদের ইমান হরণ করার আয়োজনে তো চুপ থাকার সুযোগ নেই। মাদ্রাসায় মঙ্গল শোভাযাত্রার ন্যায় ইমান বিধ্বংসী আগ্রাসী সংস্কৃতি পালন থেকে সর্বস্তরের মুসলমানদের প্রতি আহ্বান জানান হেফাজতের এই শীর্ষনেতা।



রাইজিংবিডি/ঢাকা/১৩ এপ্রিল ২০১৮/নঈমুদ্দীন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়