ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

খালেদা জিয়ার বাসা থেকে পুলিশ প্রত্যাহার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ১৮ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালেদা জিয়ার বাসা থেকে পুলিশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে থেকে দায়িত্বরত পুলিশের চার জন সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বুধবার বিকেলের দিকে তাদের প্রত্যাহার করে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক রাইজিংবিডিকে বলেন, ‘আমি শুনেছি। তবে নিশ্চিত করে কিছুই বলতে পারবো না। আবার বাসাটি কূটনৈতিক জোনে পড়েছে। তারপরও পরে বিস্তারিত জানাতে পারবো।’

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে চার পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। তবে কী কারণে প্রত্যাহার হয়েছে তা জানা নেই। খালেদা জিয়ার বাসার সামনে দীর্ঘদিন ধরে একজন সাব-ইন্সপেক্টর ও তিনজন কনস্টেবল নিরাপত্তার দায়িত্বে ছিলেন।’

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হয়। এরপর থেকে তিনি পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৮/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়