ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দুই ম্যাচ নিষিদ্ধ গার্দিওলা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ৫ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই ম্যাচ নিষিদ্ধ গার্দিওলা

পেপ গার্দিওলা

ক্রীড়া ডেস্ক : আপত্তিকর আচরণের দায়ে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাকে চ্যাম্পিয়নস লিগে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

ঘটনাটা গত ১০ এপ্রিল ইতিহাদ স্টেডিয়ামে লিভারপুলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের ম্যাচে। রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদ করায় ম্যাচের বিরতিতে বহিষ্কার করা হয়েছিল গার্দিওলাকে।

আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে তিনি এক ম্যাচ নিষিদ্ধ থাকবেন। আরেক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

বিরতির আগে লেরয় সানের একটি গোল রেফারি অফসাইডের কারণে বাতিল করায় প্রতিবাদ করেছিলেন গার্দিওলা। রেফারিকে তিনি ‘অপমানিত করেননি’ বলেই অবশ্য দাবি করেছেন বার্সেলোনার প্রাক্তন কোচ।

কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে দর্শকদের ঘটনায় লিভারপুলকে ৩০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/৫ জুন ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়