ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভাগ-বাটোয়ারার বাজেট হচ্ছে : হাফিজ

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ৫ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভাগ-বাটোয়ারার বাজেট হচ্ছে : হাফিজ

জ্যেষ্ঠ প্রতিবেদক : আগামী নির্বাচনে কারচুপি করতে নেতা-কর্মীদের চাঙা রাখার জন্য ভাগ-বাটোয়ারার বাজেট হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংহতি সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এই বাজেটে আগামী দিনে আওয়ামী লীগ একটি পরিকল্পিত কারচুপির নির্বাচন করতে যাচ্ছে। তাদের দলীয় নেতাদের চাঙা করার জন্যে রাষ্ট্রীয় কোষাগার থেকে উৎকোচ দেওয়া হবে। এতে জনগণের কোনো কল্যাণ সাধন হবে না।’

দ্রব্যমূল্য নিয়ে অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘যে অর্থমন্ত্রী বলতে পারেন যে, গত ১০ বছরে জিনিসপত্রের দাম বাড়েনি। তিনি কী ধরনের বাজেট দেবেন, তিনি কোন কল্পলোকে বাস করেন সেটি সহজেই অনুমান করা যায়।’

খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি।

খালেদাকে জেলে রেখে বিএনপি নির্বাচনে যাবে না জানিয়ে দলটির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘এই মুহূর্তে সর্বসম্মতভাবে ঘোষণা করতে চাই, খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপি এবং ২০ দলীয় জোট কোনো নির্বাচনে যাবে না। আওয়ামী লীগ সরকারের অধীনেও বিএনপি নির্বাচনে যাবে না। যদি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত না হয়, আমরা নির্বাচনে যাব না।’

বিচারবিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘দেশে কী কোনো বিচার ব্যবস্থা আছে? আইনের শাসন আছে? নেই। দেশে যে আইনের শাসন নেই তার প্রধান প্রমাণ হলো প্রধান বিচারপতিকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।’

ঈদের পর আন্দোলনের ইঙ্গিত দিয়ে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য রাজপথে নেমেছি, রাজপথে আরো  শক্তভাবে নামবো। আমরা অপেক্ষা করে আছি সরকারের বোধদয় হয় কী না। গাজীপুরের সিটি নির্বাচনটি পর্যন্ত আমরা দেখবো। তারপর ঈদের পর আমরা ২০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেবো আগামী দিনগুলোতে আমাদের কী করণীয় হবে।’

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, তৈমুর আলম খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ জুন ২০১৮/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়