ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

উনকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানাতে পারেন ট্রাম্প

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৪, ৮ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উনকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানাতে পারেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : সিঙ্গাপুরের সম্মেলন সফলভাবে শেষ হলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে যুক্তরাষ্ট্র সফরে আমন্ত্রণ জানাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউজে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

ট্রাম্প অবশ্য জানিয়েছেন, আলোচনা ফলপ্রসু না হলে তিনি বৈঠক থেকে বেরও হয়ে যেতে পারেন। এছাড়া সম্ভব হলে তিনি ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধ অবসানে তিনি উনের সঙ্গে একটি চুক্তিও করতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

১৯৫০-৫৩ সালে কোরীয় যুদ্ধ বন্ধ হয়েছিল যুদ্ধবিরতির মাধ্যমে। ওই সময় দুই পক্ষের মধ্যে কোনো শান্তি চুক্তি হয়নি।

ট্রাম্প বলেছেন, ‘আপনারা জানেন প্রথম পদক্ষেপ হিসেবে আমরা একটি চুক্তি স্বাক্ষর করতে পারি। আমরা এর দিকে তাকিয়ে আছি, এ বিষয়ে আমরা অনেকের সঙ্গে কথা বলছি।’

তিনি জানান, কোনো একদিন হয়তো উত্তর কোরিয়ার কিম সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হবে।

আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প-উনের বহুল প্রত্যাশিত বৈঠকটি হওয়ার কথা। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত মাসে এই তারিখ চূড়ান্ত হয়।



রাইজিংবিডি/ঢাকা/৮ জুন ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়