ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এরশাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ৮ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এরশাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।

শুক্রবার সকালে রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্কের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, আগামী নির্বাচন, জাতীয় পার্টির অবস্থানসহ দুদেশের দ্বিপাক্ষিক বিষয় আলোচনায় উঠে আসে।

বৈঠকে এরশাদের ব্যক্তিগত সচিব মেজর অব. খালেদ আখতার ছাড়া জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের কেউ উপস্থিত ছিলেন না।

এর আগে সকাল ১০টার দিকে এরশাদের সঙ্গে দেখা করতে মার্কিন রাষ্ট্রদূত তার বারিধারাস্থ প্রেসিডেন্ট পার্কের বাসায় যান।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ জুন ২০১৮/নঈমুদ্দীন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়