ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রেলস্টেশনে মানুষের ঢল

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ১২ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রেলস্টেশনে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার বিকেলের পর থেকে নানা বয়সী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রতিটি প্লাটফর্ম ছিল মানুষে ঠাসা।

স্টেশন ঘুরে দেখা গেছে, প্রতিটি প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় মানুষ। ট্রেন ছাড়ার অনেক আগেই স্টেশনে হাজির হয়েছেন তারা। সবার হাতে ব্যাগ-লাগেজ। অনেকেই ইফতার সামগ্রী নিয়ে অপেক্ষা করছিলেন। ৩ জুন যারা অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন তারাই এদিন বাড়ি ফিরছেন। অনেকে বগিতে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠছিলেন।

কথা হয় যমুনা এক্সপ্রেসের যাত্রী রায়হান রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘বৃহস্পতিবার অফিস থাকলেও ছুটি নিয়েছি। এ কারণে একটু আগে বাড়ি যাওয়া। সেভাবে হিসাব করে আগে থেকে টিকিটও কিনেছিলাম।’

একই ট্রেনের যাত্রী ফারজাহানা হক বলেন, ‘দুই সন্তানকে নিয়ে বাড়ি যাচ্ছি। প্রতিবারই আমরা গ্রামে ঈদ করি।’

স্টেশন মাস্টার সিতাংশু চক্রবর্তী রাইজিংবিডিকে বলেন, ‘মঙ্গলবার বিকেল ৬টা পর্যন্ত ৬৯টি ট্রেন কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। বুধবার থেকে যাত্রীদের ভিড় আরো বেশি হবে। কিছুক্ষণ পরপর ট্রেন ছেড়ে যাচ্ছে। বুধবার থেকে ঈদের বিশেষ ট্রেন চালু হবে।’

ট্রেনের ছাদে উঠে ভ্রমণ না করার জন্য যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছেন সিতাংশু চক্রবর্তী।



রাইজিংবিডি/ঢাকা/১২ জুন ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়