ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন নেতারা

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ১৫ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন নেতারা

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঈদের দিন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে ওই দিনের বিশেষ কর্মসূচি হিসেবে কারাগারে যাবেন দলের নেতা-কর্মীরা। উদ্দেশ্য কারান্তরীণ নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করা।

শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপি মহাসচিবসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, ভাইস চেয়ারম্যানবৃন্দ, উপদেষ্টামণ্ডলী, যুগ্ম মহাসচিববৃন্দ, সম্পাদকমণ্ডলী, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং দলের সকল পর্যায়ের নেতা-কর্মীরা শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে বেলা সাড়ে ১১ টায় পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এরপর নেতৃবৃন্দ দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে যাবেন।’ 

ঈদে খালেদা জিয়াকে মুক্তি না দেওয়ায় সরকারের মানবতাবোধ নিয়ে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, ‘জামিন পেলেও মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতরের পূর্বেও তাকে মুক্তি দেওয়া হয়নি এবং তার পছন্দ মতো হাসপাতালে চিকিৎসারও ব্যবস্থা করা হয়নি।’

‘রাজনীতিতে যতই বাদানুবাদ থাক, দেশবাসীর প্রত্যাশা ছিল  দেশনেত্রীর পছন্দমতো চিকিৎসা নিশ্চিত হবে ও পবিত্র ঈদুল ফিতরের পূর্বে দেশনেত্রী মুক্তি পাবেন। কিন্তু মূল মামলায় জামিন পাওয়ার পরও সরকার বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে বেগম খালেদা জিয়ার কারা মুক্তি আটকে দিয়েছে।’

তিনি বলেন, ‘কারাগারে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা তার জীবনাশঙ্কার কথা উল্লেখ করে কিছু পরীক্ষা-নিরীক্ষাসহ উন্নত চিকিৎসার দাবি করলেও এখন পর্যন্ত সরকার তার চিকিৎসার ব্যবস্থা তো করেইনি বরং চিকিৎসা নিয়ে পানি ঘোলা করছে। ৭৩ বছরের একজন জনপ্রিয় নেত্রীর চিকিৎসা নিয়ে সরকারের চরম নিষ্ঠুরতা, সরকার অমানবিকতার নতুন ইতিহাস সৃষ্টি করল।’

অবিলম্বে খালেদা জিয়াকে মু্ক্তি দিয়ে তার পছন্দ অনুযায়ী ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করাকে সরকারের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগার থেকে দেশবাসী ও দলের সকল পর্যায়ের নেতাকর্মী-সমর্থকদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এবং তার জন্য দোয়া চেয়েছেন বলে জানান রিজভী।

ঈদের সময়েও সরকার বিএনপির নেতা-কর্মীদের ওপর গ্রেপ্তার হামলা মামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন দলের এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।



রাইজিংবিডি/ঢাকা/১৫ জুন ২০১৮/রেজা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়