ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তিন সিটি নির্বাচ‌নে একক প্রার্থী দেবে ২০ দল

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ২০ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তিন সিটি নির্বাচ‌নে একক প্রার্থী দেবে ২০ দল

জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক : বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জো‌টের পক্ষ থে‌কে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

বুধবার জো‌টের শীর্ষ নেতা‌দের বৈঠ‌কে এ সিদ্ধান্ত হয়। আগামী ২৭ জুন জোটের পরবর্তী শীর্ষ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের পক্ষ থেকে প্রচারণা চালানোর বিষয়েও সিদ্ধান্ত নেন তারা।

আসন্ন তিন সি‌টি ক‌রপো‌রেশন নির্বাচ‌নে জো‌টের একক প্রার্থী নি‌য়ে আ‌লোচনা কর‌তে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠ‌কে ব‌সেন ২০ দলীয় জোটের ‌নেতারা।

বৈঠক সূত্র জানায়, বৈঠ‌কে খা‌লেদা জিয়ার কারামু‌ক্তি এবং তার সু‌চি‌কিৎসার দা‌বি জানানো হয়। এছাড়া, বৈঠকে জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য ও প্রাক্তন ডেপুটি মেয়র খালেকুজ্জামান চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপ‌তি‌ত্বে বৈঠ‌কে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুল হালিম, জাতীয় পার্টি (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, খেলাফত মজলিশের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, জাগপার সভাপতি রেহেনা প্রধান, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, বিএমএলের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, অপর অংশের মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি, ডিএলের সাইফুদ্দিন মনি, পিপলস লীগের মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন, জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি মহিউদ্দিন ইকরাম, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবু তাহের চৌধুরী, ইসলামীক ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ রাকিব প্রমুখ অংশ নেন।



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/২০ জুন ২০১৮/‌রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়