ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রানীর অনুমোদন পেল ব্রেক্সিট বিল

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ২৬ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রানীর অনুমোদন পেল ব্রেক্সিট বিল

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপ থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার (ব্রেক্সিট) বিলে স্বাক্ষর করেছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। মঙ্গলবার এই স্বাক্ষরের ফলে বিলটি এখন আইনে পরিণত হলো।

হাউজ অব কমন্সের স্পিকার জন বারকাউ জানিয়েছেন, ১৯৭২ সালের ইউরোপিয়ান কমিউনিটিস অ্যাক্টের মাধ্যমে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হয়ছিল। ‘ইইউ (প্রত্যাহার) বিলটি এখন তার ওপর প্রতিস্থাপিত হবে যাতে রানী দ্বিতীয় এলিজাবেথের রাজকীয় অনুমোদন পাওয়া গেছে।

এই আইনটির মাধ্যমে কয়েক দশক ধরে ব্রিটেনে প্রচলিত ‘ইউরোপীয় আইন’টি বাতিল না করে একে ব্রিটিশ স্ট্যাটুর মর্যাদা দেওয়া হলো। এর মাধ্যমে ইউরোপ ও ব্রিটেনের মধ্যকার আইনি বিরোধ এড়ানো সম্ভব হবে। এছাড়া আইনটির মাধ্যমে ব্রেক্সিট শুরুর মুহূর্তটি সুনির্দিষ্ট করা হলো। অর্থাৎ ২০১৯ সালের ২৯ মার্চ ব্রাসেলসের সময় অনুযায়ী রাত ১১ টায় ব্রেক্সিটের মুহূর্ত চূড়ান্তভাবে নির্ধারণ করা হলো।

২০১৭ সালের জুলাইয়ে বিলটি প্রথম পার্লামেন্টে উত্থাপন করা হয়। ২৫০ ঘন্টা এর উপর বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।



রাইজিংবিডি/ঢাকাব/২৬ জুন ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়