ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্মার্টফোন বাঁচাতে আসছে ‘এয়ার ব্যাগ’

মো. রায়হান কবির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ১ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্মার্টফোন বাঁচাতে আসছে ‘এয়ার ব্যাগ’

মো. রায়হান কবির : সাধারণত খুব দামি গাড়িতে দুর্ঘটনা থেকে যাত্রীদের বাঁচাতে এয়ার ব্যাগ ব্যবহার করা হয়। এয়ার ব্যাগ দুর্ঘটনার সময় আবির্ভূত হয়ে যাত্রীদের বড় ধরনের আঘাত থেকে বাঁচায়। এটা কাজ করে মূলত গাড়ি কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেলে বা পেছন থেকে গাড়িকে ধাক্কা দিলে এই এয়ার ব্যাগ সিটের সামনে থেকে বের হয়ে যাত্রীদের সামনে চলে আসে।

ব্যাগ বলা হলেও মূলত এটা গ্যাস ভরা বেলুনের মতো। যেখানে আপনি জোরে ধাক্কা খেলেও ব্যথা পাবেন না। হাত থেকে পড়ে যাওয়া মোবাইলের সুরক্ষায় জার্মানির ফিলিপ ফ্রেঞ্জেল নামের এক শিক্ষার্থী, এমনই এক ধারণা নিয়ে কাজ করছেন। মোবাইলের জন্য তার উদ্ভাবিত এয়ার ব্যাগও গাড়ির এয়ার ব্যাগের মতো অদৃশ্য। ফিলিপ ফ্রেঞ্জেল মূলত বিশেষ ধরনের ফোন কাভার বা ফোন কেইস তৈরি করেছেন, যা হাত থেকে পড়ে যাওয়া মোবাইলকে এয়ারব্যাগ হিসেবে সুরক্ষা দিবে।

শেয়ার করা একটি ভিডিও চিত্রে দেখা যায়, হাত থেকে মোবাইল মাটিতে ফেলে দেয়া হচ্ছে আর সেই অবস্থাতেই মোবাইলের চারদিক দিয়ে চারটি সাঁড়াশির মতো বের হয়ে মোবাইলকে সুরক্ষা দিচ্ছে। এটা মোবাইলের উপরিভাগ এবং নিম্নভাগ দুই থেকেই আবির্ভূত হয়। ফলে মোবাইলটি কোন দিকে পরবে সেটা নিয়েও চিন্তা নেই। যে দিকেই পরুক না কেন এটা উভয় দিকের সাঁড়াশির দ্বারা মোবাইলকে রক্ষা করে। এটা অনেকটা বিছানার পায়ার মতো মোবাইলের চারদিকে দৃশ্যমান।

এই প্রযুক্তি দিয়ে ফিলিপ ফ্রেঞ্জেল জার্মানিতে অনুষ্ঠিত ‘জার্মান মেকাট্রনিক্স সোসাইটি’র পুরস্কারও জিতে নেন। এই প্রযুক্তিকে বেশ কার্যকরই মনে হচ্ছে। তাই খুব শিগগির এটা বাজারে আসতে যাচ্ছে। অ্যালেন ইউনিভার্সিটির ছাত্র ফিলিপ ফ্রেঞ্জেল আগামী মাসেই এটা বাজারে আনার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। হয়তো আগামী মাসেই আপনি আপনার দামী স্মার্টফোনের সুরক্ষার জন্য এই এয়ার ব্যাগ কিকস্টার্টারের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন।




রাইজিংবিডি/ঢাকা/১ জুলাই ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়