ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাশিয়ার বিপক্ষে ইনিয়েস্তাকে না দেখে অবাক রাকিটিচ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ৭ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাশিয়ার বিপক্ষে ইনিয়েস্তাকে না দেখে অবাক রাকিটিচ

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে স্পেনের শেষ ম্যাচে শুরুর একাদশে আন্দ্রেস ইনিয়েস্তাকে না দেখে অবাক হয়েছিলেন তার প্রাক্তন বার্সেলোনা সতীর্থ ইভান রাকিটিচ। 

রাকিটিচ ও ইনিয়েস্তা ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত বার্সেলোনার হয়ে একসঙ্গে তিনটি লা লিগা, চারটি কোপা ডেল রে ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন।

বিশ্বকাপের শেষ ষোলোয় রাশিয়ার বিপক্ষে ইনিয়েস্তাকে ছাড়াই একাদশ সাজিয়েছিলেন স্পেনের কোচ ফার্নান্দো হিয়েরো। ৬৭ মিনিটে ডেভিড সিলভার বদলি হিসেবে মাঠে নামেন ইনিয়েস্তা। ম্যাচটি ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন।
 


রাশিয়ার বিপক্ষে আজ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে রাকিটিচের ক্রোয়েশিয়া। এই ম্যাচের আগে ইনিয়েস্তার বেঞ্চে থাকা নিয়ে রাকিটিচ বলেছেন, ‘ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল, ফুটবল সম্পর্কে আমি কিছুই বুঝি না।’

‘সেরা একজন খেলোয়াড়- সম্ভত তার পজিশনে ইতিহাসেরই সেরা খেলোয়াড়কে বেঞ্চে দেখে মনে হচ্ছিল, আমি অন্য কোনো খেলা খেলি। বিষয়টা আমাকে খুব কষ্ট দিয়েছিল’- যোগ করেন ক্রোয়াট মিডফিল্ডার।

রাশিয়ার কাছে হেরে স্পেন বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ইনিয়েস্তা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ জুলাই ২০১৮/পরাগ     

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ