ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঈদের আগে খালেদা জিয়ার মুক্তি চায় বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩১, ১৬ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদের আগে খালেদা জিয়ার মুক্তি চায় বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : সরকার আইনের অপপ্রয়োগ করছে, এ অভিযোগ করে ঈদের আগে মামলা প্রত্যাহার করে খালেদা জিয়ার মুক্তি চেয়েছে বিএনপি। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজা ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘আইনের যথেচ্ছ অপপ্রয়োগের দ্বারা সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে উন্মাদ হয়ে পড়েছে। আমি ঈদের আগেই সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশনেত্রী বেগম জিয়ার মুক্তি এবং তার সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।’

খালেদা জিয়া ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন, দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘অসুস্থ দেশনেত্রীকে সুচিকিৎসা না দিয়ে তার জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। উন্নতমানের যন্ত্রপাতির মাধ্যমে তার সুচিকিৎসার অধিকারকেও বাধা দেওয়া হচ্ছে। প্রতিহিংসার জ্বালা মিটাতেই অন্যায়ভাবে বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে বানোয়াট অসত্য মামলা দিয়ে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে।’

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের পর শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা ও রিমান্ড প্রত্যাহার এবং তাদের মুক্তি দাবি করেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন দমাতে সরকার শাসনযন্ত্রের যে দমন ক্ষমতা কাজে লাগালো তাতে কিছু বেপরোয়া চালকই অনুপ্রাণিত হলেন, উৎসাহিত হলেন। আর সেই উৎসাহের বশবর্তী হয়ে সড়ক-মহাসড়কে বেপরোয়া গাড়ি চলা অব্যাহতই আছে এবং মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গতকাল সারা দেশে দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি হয়েছে।’



রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৮/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়