ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘মির্জা ফখরুলের বক্তব্য অপরাধের শামিল’

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৯, ১০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মির্জা ফখরুলের বক্তব্য অপরাধের শামিল’

নিজস্ব প্রতিবেদক : ‘একুশে আগস্ট গ্রেনেড হামলায় তারেক জিয়া ও বিএনপির কেউ জড়িত নয়’, মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের প্রতিবাদ জা‌নি‌য়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

তিনি বলেছেন, ‘মির্জা ফখরুল এমন বক্তব্য দিয়ে হামলাকারীদের পক্ষে অবস্থান নিয়েছেন। হত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়ে তিনি আরো একটি অপরাধ করেছেন। তার বক্তব্য অপরাধের শামিল।’

২১ আগস্টের রাযের আগে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে ‘একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে’ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

রায়ের আগে হাছান মাহমুদ বলেন, ‘জানি না এই রায় কী হবে। তবে আমরা প্রথম থেকেই দাবি করে আসছি, এই বিচারের আওতায় বেগম খালেদা জিয়াকে আনতে হবে। কারণ তিনি তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন, তার দায়িত্ব ছিল। সেনাবাহিনীর কাছে যে গ্রেনেড থাকে, সেই গ্রেনেড দিয়েই সেদিন হামলা করা হয়েছিল। এই গ্রেনেড সন্ত্রাসীদের কাছে থাকার কথা নয়। সরকারের অস্ত্রাগারের গ্রেনেড সেখানে ফোটানো হয়েছিল, সেই গ্রেনেড পরে কারাগারে পাওয়া গিয়েছিল। বেগম জিয়ার জ্ঞাতসারেই এ হামলা হয়েছে। তাই বেগম জিয়াকে এই মামলার শাস্তির আওতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘বেগম জিয়া যদি বিচারের আওতায় না থাকেন তবে সরকারকে অনুরোধ জানাবো, আপিল করে বেগম জিয়াকে বিচারের আওতায় আনার জন্য।’

আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, সংগঠনের সাধারণ সম্পাদক হাজী মুন্সী এবাদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মেজবাহউদ্দিন শফি, সহসভাপতি নাজিম উদ্দিন নাজিম প্রমুখ।




রাইজিংবিডি/ঢাকা/১০ অক্টোবর ২০১৮/সাওন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ