ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিলেটে তিতলির প্রভাবে বিরামহীন বৃষ্টি

নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ১২ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে তিতলির প্রভাবে বিরামহীন বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, সিলেট : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে সারা দেশের ন্যায় সিলেটেও বিরামহীন বৃষ্টি হচ্ছে। বয়ে যাচ্ছে দমকা হাওয়া। বৃহস্পতিবার বিকেল থেকে হালকা বৃষ্টিপাত হলেও শুক্রবার তা ক্রমশ বেড়েছে।

ভোররাত থেকে কখনো মুষলধারে আবার কখনো থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ছুটির দিন হওয়ায় নগরীতে জনসাধারণের চলাচল তেমন নেই। তবে নিতান্তই প্রয়োজনে যারা ঘর থেকে বের হচ্ছেন, তাদের পড়তে হচ্ছে ভোগান্তিতে।

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা সামনে থাকায় বিপনিবিতান এবং শপিংমল খোলা থাকলেও ক্রেতা না থাকায় বেশিরভাগ দোকানি অলস সময় পার করছে।

একইভাবে নগরীর সড়কে অল্প সংখ্যক যান চলাচল করতে দেখা গেছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় বৃষ্টির মধ্যে রাস্তায় হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করছে।

ভারতের ওড়িষ্যায় আঘাত হানা ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে টানা বৃষ্টি হচ্ছে। শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরো দুই দিন এ রকম বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।





রাইজিংবিডি/সিলেট/১২ অক্টোবর ২০১৮/নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়