ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাজধানীতে বিএনপির কালো পতাকা মিছিল

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৩, ২১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে বিএনপির কালো পতাকা মিছিল

ছবি : এস কে রেজা পারভেজ

জ্যেষ্ঠ প্রতিবেদক : একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ কয়েক নেতাকে সাজা দেওয়ার প্রতিবাদে সারা দেশে দলটির পূর্বঘোষিত কালো পতাকা মিছিলের অংশ হিসেবে রাজধানীতে মিছিল হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল সাড়ে ৭টায় রাজধানীর কল্যাণপুর শ্যামলী মহাসড়কে কালোপতাকা মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মিছিলে স্থানীয় বিএনপিসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রায় শতাধিক নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও রায় বাতিলের দাবি জানিয়ে স্লোগান দেন।

২০০৪ সালের বঙ্গবন্ধু এভিনিউয়েতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রাক্তন উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/২১ অক্টোবর ২০১৮/রেজা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়