ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ড্রাফটে সফল হয়েছি, দল ফাইনাল খেলতে পারবে : টম মুডি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ২৮ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ড্রাফটে সফল হয়েছি, দল ফাইনাল খেলতে পারবে : টম মুডি

ক্রীড়া প্রতিবেদক : প্রথম আসরেই রংপুর রাইডার্সকে শিরোপা দিয়েছিলেন টম মুডি। এবারও তার ওপর আস্থা রেখেছে ফ্র্যাঞ্জাইজিটি।

রোববার ছিল বিপিএলের ষষ্ঠ আসরের খেলোয়াড় ড্রাফট। সাত দল ড্রাফট থেকে তুলেছে মোট ৮৭ খেলোয়াড়। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স দেশি-বিদেশি মিলিয়ে ড্রাফট থেকে তুলেছে ১২ খেলোয়াড়। এছাড়া রিটেইন ও সরাসরি সাইনের মাধ্যমে তারা দলে পেয়েছে আরও ৬ খেলোয়াড়কে। এছাড়া বিপিএল শুরুর আগে কিংবা চলাকালিন সময়ে আরও ৩ খেলোয়াড়কে দলে নিতে পারবে দলটি। 

রংপুর রাইডার্সের সবথেকে বড় তিন নাম মাশরাফি বিন মুর্তজা, ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্স। প্রথম তিন ম্যাচ পর ডি ভিলিয়ার্স দলের সঙ্গে যোগ দেবেন। বাকিটা সময় কাটাবেন রংপুরের হয়ে। গেইল থাকবেন শুরু থেকেই। এছাড়া গতবারের রবি বোপারাকেও নিয়েছে দলটি। তবে ড্রাফট থেকে দলে পাননি লাসিথ মালিঙ্গা ও থিসারা পেরেরাকে। দুজন গতবার রংপুরকে শিরোপা দিতে বড় ভূমিকা রেখেছিলেন।



বিদেশি দুই সেরা ক্রিকেটার না থাকলেও নিজের দল নিয়ে বেশ সন্তুষ্ট মুডি। ড্রাফটের পর মুডি বলেছেন,‘আজকের দিনটা ছিল আরেকটি টুর্নামেন্টের জন্য পরিকল্পনা করা ও প্রস্তুতি নেয়ার দিন। আমরা বিশ্বাস করি আমরা আজকের ড্রাফটে সফল হয়েছি।’

‘ড্রাফটে আজ অনেক কিছু নির্ভর করেছে আমাদের স্থানীয় খেলোয়াড়দের তালিকার ওপর। আমরা প্রথমে কোন কোন স্থানীয় খেলোয়াড় নিতে পেরেছি সেটার ওপর নির্ভর করেছে অনেক কিছু। মালিঙ্গা ও পেরেরা খুবই ভালো ক্রিকেটার। আমরা তাদের দলে ভেড়াতে পারলে ভালো হত। কিন্তু আমাদের দলের ভারসাম্যের দিকে তাকাতে হবে। ওরা দুইজনের একজন ফাস্ট বোলার ও আরেকজন অলরাউন্ডার। আমরা অনুভব করেছি বিদেশি খেলোয়াড়দের তালিকায় আমাদের দলের ভারসাম্য বিবেচনায় অন্য পছন্দ থাকতে পারে। আর অন্য কারণ ছিল, আমাদের সুযোগ আসার আগেই অন্য দল ওদেরকে নিয়ে নিয়েছে।’



চ্যাম্পিয়ন দল গতবারের সাত খেলোয়াড়কে দলে পেয়েছে। তাদের মধ্যে দারুণ ঐক্য থাকবে বলে বিশ্বাস মুডির। আর নতুন খেলোয়াড়রা দলের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারলেই রংপুর জ্বলে উঠবে। এ দলটিকে নিয়েও ফাইনালের স্বপ্ন দেখছেন মুডি,‘পরের বছর সম্পূর্ণ নতুন টুর্নামেন্ট হবে। গতবার আমরা সফল ছিলাম, সেটা দারুণ অভিজ্ঞতা ছিল। এবার আমরা এমন একটা দল তৈরি করতে পেরেছি, যেটা আসন্ন বিপিএলে ফাইনাল খেলতে পারবে।’



রাইজিংবিডি/ঢাকা/২৮ অক্টোবর ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়