ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বড় জয়ে শুরু সাইফ স্পোর্টিং ক্লাবের

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ২৮ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বড় জয়ে শুরু সাইফ স্পোর্টিং ক্লাবের

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ফেডারেশন কাপ বড় জয় দিয়ে শুরু করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। আজ রোববার ‘বি’ গ্রুপের ম্যাচে তারা ৩-১ গোলে হারিয়েছে টিম বিজেএমসিকে।

রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় সাইফ স্পোর্টিং। এ সময় ডি-বক্সের মধ্যে দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড পার্ক ইল সেয়ুংকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করে সাইফকে এগিয়ে নেন পার্ক। অবশ্য বেশিক্ষণ সাইফকে এগিয়ে থাকতে দেয়নি বিজেএমসি। ম্যাচের ১৩ মিনিটে আব্দুল্লাহ আল মামুন হেডে বল জালে জড়িয়ে ম্যাচে সমতা ফেরান। এই সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের লড়াই।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৬ মিনিটে জাফর ইকবাল গোল করে আবারো এগিয়ে নেন দলকে। আর ৮৭ মিনিটে আবারো পেনাল্টি পায় সাইফ। পেনাল্টি থেকে গোল করে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন সাইফ স্পোর্টিং ক্লাবের ডেনিস বলকাশভ। ৩ নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে সাইফ স্পোর্টিং মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়নের। তার আগে ৩১ অক্টোবর টিম বিজেএমসি মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়নের।

ওয়ালটন ফেডারেশন কাপে আগামীকাল সোমবার (২৯ অক্টোবর) হবে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। আর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে নোফেল স্পোর্টিং ক্লাব। ৩০ অক্টোবর হবে একটি ম্যাচ। দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও আরামবাগ ক্রীড়া সংঘ। ৩১ অক্টোবর হবে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও শেখ রাসেল ক্রীড়া চক্র। আর দ্বিতীয় ম্যাচে লড়বে টিম বিজেএমসি ও ব্রাদার্স ইউনিয়ন।



ওয়ালটন ৩০তম ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপে রয়েছে- চট্টগ্রাম আবাহনী, আরামবাগ ক্রীড়া সংঘ ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ‘বি’ গ্রুপে রয়েছে - সাইফ স্পোর্টিং, ব্রাদার্স ইউনিয়ন ও টিম বিজেএমসি। ‘সি  গ্রুপে রয়েছে - ঢাকা আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং ‘ডি’ গ্রুপে রয়েছে- শেখ জামাল ধানমন্ডি ক্লাব, বসুন্ধরা কিংস, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও নোফেল স্পোর্টিং ক্লাব।

ফেডারেশন কাপের সবগুলো ম্যাচ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।

২৭ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। এরপর ৬ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত হবে কোয়ার্টার ফাইনাল। ২১ ও ২২ নভেম্বর হবে দুটি সেমিফাইনাল। আর ২৪ নভেম্বর হবে ফাইনাল। ওয়ালটন ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন দল ৫ লাখ এবং রানার্স-আপ দল ৩ লাখ টাকা প্রাইজমানি পাবে। এ ছাড়া প্রতিটি দল ২ লাখ টাকা করে অংশগ্রহণ ফি পাবে।



রাইজিংবিডি/ঢাকা/২৮ অক্টোবর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়