ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চাকরিতে বয়সসীমা বাড়ানোর আন্দোলন পণ্ড

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ৩ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাকরিতে বয়সসীমা বাড়ানোর আন্দোলন পণ্ড

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে বাংলাদেশ ছাত্র পরিষদের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি  পুলিশের বাধায় পণ্ড হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে নয়জনকে পুলিশ আটক করেছে বলে দাবি করা হয়ছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় শাহবাগে অবস্থান নেওয়ার উদ্দেশ্যে আন্দোলনকারীরা পাবলিক লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একসময় তাদের ধাওয়া দিয়ে পাবলিক লাইব্রেরির ভেতর ঢুকিয়ে তালা দিয়ে দেয় পুলিশ। আন্দোলনকারীরা তখন গেট ভাঙার চেষ্টা চালায়। এরপর পুলিশ সেখান থেকে তাদের ধাওয়া দেয় ও নয়জনকে আটক করে।

পুলিশ জানিয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টির  চেষ্টাকারীদের আটক করা হয়েছে।

এ বিষয়ে রমনা জোনের এডিসি আজিমুল হক বলেন, আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। এ কারণে এই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাদের বলা হয়েছিল কর্মসূচি পরে করতে। সে জন্যই তাদের বাধা দেওয়া হয়েছে।

আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হবে।




রাইজিংবিডি/ঢাকা/৩ নভেম্বর ২০১৮/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়