ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জাপার নতুন মহাসচিব মশিউর রহমান রাঙ্গা

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৭, ৩ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাপার নতুন মহাসচিব মশিউর রহমান রাঙ্গা

জ্যেষ্ঠ প্রতিবেদক :  জাতীয় পার্টির নতুন মহাসচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা।

দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সোমবার সকালে পার্টির গঠনতন্ত্রের ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেন। বিষয়টি জানিয়ে পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে মশিউর রহমান রাঙ্গাকে চিঠিও দেওয়া হয়েছে। ইতিমধ্যে চিঠি পেয়েছেন জাপার নতুন এই মহাসচিব। এর আগ পর্যন্ত দলের মহাসচিবের দায়িত্ব পালন করেন এবিএম রুহুল আমিন হাওলাদার।

এরশাদের স্বাক্ষরিত চিঠিতে মশিউর রহমান রাঙ্গাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ‘আপনাকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। পার্টির প্রেসিডিয়াম সদস্যের পাশাপাশি আপনি এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে-যা অবিলম্বে কার্যকর হবে।’

নির্বাচনকে কেন্দ্র করে নানা টানাপোড়েনের কারণে বর্তমান মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের পরিবর্তে রাঙ্গাকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।



রাইজিংবিডি/ঢাকা/৩ ডিসেম্বর ২০১৮/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়