ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রার্থী ঘোষণা নিয়ে সিদ্ধান্তহীনতায় বিএনপি-ঐক্যফ্রন্ট

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪১, ৭ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রার্থী ঘোষণা নিয়ে সিদ্ধান্তহীনতায় বিএনপি-ঐক্যফ্রন্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক : একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের একক প্রার্থী কারা হচ্ছেন, সেটি গণমাধ্যমে জানানোর কথা থাকলেও কয়েক দফা পিছিয়ে তা ঘোষণা করতে পারেনি বিএনপি।

অন্যদিকে শুক্রবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের ৩০০ আসনে প্রার্থী কারা হচ্ছেন তা ঘোষণা করার কথা থাকলেও সেটিও স্থগিত করা হয়েছে। 

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের গণমাধ্যম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক রাইজিংবিডিকে জানিয়েছেন, বিকেলে পল্টনে ফ্রন্টের কার্যালয়ে একক প্রার্থী ঘোষণার কথা থাকলেও সেটি হচ্ছে না।

‘মূলত ৩০০ আসনে এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি। সে কারণে  বিকেলে প্রার্থী ঘোষণা হচ্ছে না। তবে সন্ধ্যায় ঘোষণা হতে পারে। এখন পর্যন্ত কোনো কিছু নিশ্চিত নয়।’

এর আগে বৃহস্পতিবার রাতে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে শুক্রবার বিকেল ৩টায় ফ্রন্টের প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত হয়েছিল। সকালে এই সিদ্ধান্তটি বাতিল করা হলো।

এদিকে গত মঙ্গলবার রাতে বিএনপির একক প্রার্থী ঘোষণার কথা থাকলেও কয়েক দফা পিছিয়ে দিয়েও সেটি ঘোষণা করেনি দলটি।

বৃহস্পতিবার রাতে বিএনপির প্রার্থী ঘোষণার কথা থাকলেও ঐক্যফ্রন্টের আপত্তির কারণে বাতিল করা হয় বলে জানা গেছে।




রাইজিংবিডি/ঢাকা/৭ ডিসেম্বর ২০১৮/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়