ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অতিরিক্ত ব্যালট ছাপানোর অভিযোগ বিএনপির

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ৭ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অতিরিক্ত ব্যালট ছাপানোর অভিযোগ বিএনপির

জ্যেষ্ঠ প্রতিবেদক: নির্বাচনের দিন আওয়ামী লীগের অনুকুলে সিল মারা ব্যালট পেপার ব্যালট বাক্সে ফেলার জন্য অতিরিক্ত ব্যালট ছাপানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। এছাড়া নির্বাচন কমিশনের নকল সিল প্যাড তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ উত্থাপন করেন। তিনি বলেন, ‘ভোটে কারচুপি করার জন্য জোন ভাগ করে সরকারের ১২ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্ধারিত ব্যালটের বাইরে অতিরিক্ত ব্যালট ছাপানো হচ্ছে, যা ভোটের আগে থানায় রাখা হবে। প্রয়োজন মতো সেগুলোতে সিল মেরে ব্যালট বাক্সে ঢোকানো হবে। নকল সিল প্যাড প্রিজাইডিং অফিসারদেকে সরবরাহ করা হবে। আর বিএনপির পোলিং এজেন্টদেরকে নকল সিলপ্যাড ও স্বাক্ষরে শিট সরবরাহ করা হবে। প্রিজাইডিং অফিসারদের মূল স্বাক্ষরে ফলাফল শিটে ভোট গণনা পরিবর্তন করে রিটার্নিং অফিসারকে প্রেরণ করার নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রতিদিন সিইসির কাছে বার্তাবাহকের মাধ্যমে বিভিন্ন ধরনের নির্দেশনা পাঠানো হয় দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘সিইসির দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।’

রিজভী আরো বলেন, ‘রিটার্নিং অফিসারদের নিয়ন্ত্রণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেল স্থাপন করা হয়েছে। গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট সেলের কাছে থেকে পরামর্শ নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহীদের প্রার্থিতা বাতিল করা হয়। বিশেষ করে আওয়ামী লীগের সংশ্লিষ্ট কাউকে স্বতন্ত্র প্রার্থী না করার বিষয়ে কড়া নির্দেশনা ছিল।’




রাইজিংবিডি/ঢাকা/৭ ডিসেম্বর ২০১৮/রেজা/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়