ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

খালেদার প্রার্থীতার বিষয়ে আশাবাদী বিএনপি নেতারা

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ১১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালেদার প্রার্থীতার বিষয়ে আশাবাদী বিএনপি নেতারা

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা পাবেন বলে আশা করছেন দলের নেতারা। খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল বলে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের ওপর আদালতে বিভক্ত রায় হওয়ায় আশাবাদী হয়ে উঠেছেন তারা।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘বিষয়টি এখনো বিচারাধীন। আমরা দেখি এর শেষ অবস্থা কোথায়। এটা সুস্পষ্ট যে, পেছনে কেউ কলকাঠি নাড়ছে। নাহলে বিভক্ত রায় হবে কেন?’

রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য এবং আইনি প্রক্রিয়ার মধ্যে বিলম্ব ঘটানো- এটা সরকারের কারসাজি।’

তিনি অভিযোগ করেন যে, জামালপুর, শেরপুর, কুমিল্লা, চট্টগ্রাম ও চুয়াডাঙ্গায় বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা পুলিশের সমর্থন নিয়ে ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তিনি বিভিন্ন জেলার গ্রেপ্তারের তালিকা তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৮/রেজা/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়