ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নৌকায় ভোট দেওয়ার আহ্বান ওলামা লীগের

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৮, ১৫ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নৌকায় ভোট দেওয়ার আহ্বান ওলামা লীগের

নিজস্ব প্রতিবেদক : দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘দেশে যে উন্নয়ন হয়েছে, এর ধারা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকেই বিজয়ী করতে হবে।’

মানববন্ধনে তারা বলেন, ‘ফ্লাইওভার, মেট্রোরেল এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে কখনো যানজট নিরসন হবে না, বরং ঢাকার পরিবর্তে জেলা পর্যায়ে অফিস-আদালত, পোশাক কারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বিভিন্ন কর্মক্ষেত্র বিকেন্দ্রীকরণ করতে হবে। প্রতিটি জেলায় কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অচল শহর হওয়া থেকে ঢাকাকে রক্ষা করতে অবিলম্বে বিকেন্দ্রীকরণ জরুরি।’

তারা আরো বলেন, ‘ঢাকা পরিণত হয়েছে দেশবাসীর প্রধান গন্তব্য স্থলে। দেশের শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, বিচার ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্যসহ সকল ব্যবস্থা গড়ে উঠেছে ঢাকাকে কেন্দ্র করে। অতিরিক্ত চাপ সইতে না পেরে অচল শহর হতে চলেছে ঢাকা। এ অবস্থায থেকে উত্তরণে ঢাকা শহরের বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নেই।’

এক গবেষণা প্রতিবেদনে তুলে ধরে বক্তারা আরো বলেন, ‘সারা দেশে সরকারি-বেসরকারি ৮২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬০টি রয়েছে ঢাকায়। ৩৮টি বেসরকারি মেডিক্যাল কলেজের মধ্যে ৩২টি এই  মহানগরীতে। শুধু সংখ্যার বিচারে নয়, মানের দিক থেকেও সেরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এ শহরে। তাই বিকেন্দ্রীকরণ খুব জরুরি।’

এ সময় আয়োজক সংগঠনের পক্ষ থেকে ১২ দফা দাবি তুলে ধরা হয়।

বাংলাদেশ ওলামা লীগের সভাপতি মাওলানা আকতার হুসাইন বুখারীর সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল হাসান শেখ শরিয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি আব্দুস সাত্তার, আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ নাফেয়ী প্রমুখ।




রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৮/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়