ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইউনিসেফের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল নাইজেরিয়া

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২১, ১৫ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউনিসেফের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল নাইজেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : শিশুদের জন্য কাজ করা জাতিসংঘ সংস্থা ইউনিসেফের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নাইজেরিয়া। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, দেশের উত্তর-পূর্বে ইউনিসেফের কর্মীরা তাদের কর্মকাণ্ড চালাতে পারবেন।

গত শুক্রবার নাইজেরিয়ার সেনাবাহিনী ইউনিসেফের বিরুদ্ধে মুসলিম জঙ্গিদের পক্ষে গোয়েন্দাগিরির অভিযোগ তুলে তাদের ওপর দেশের উত্তর-পূর্বাঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে।

পরে সেই সিদ্ধান্ত বাতিল করে শনিবার সেনাবাহিনী জানায়, ইউনিসেফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি আলোচনা করে তাদের বারবার অনুরোধে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

নাইজেরিয়ার উত্তর-পূর্বে জঙ্গি সংগঠন বোকো হারামের হামলায় বহু লোক উদ্বাস্তু হয়েছে, যাদের জন্য ত্রাণ সহায়তা খুবই জরুরি।

শনিবার এক বিবৃতিতে নাইজেরিয়ার সেনাবাহিনী জানায়, ইউনিসেফের কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা তিন মাসের জন্য তুলে নেওয়া হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ‘বৈঠককালে ইউনিসেফের প্রতিনিধিদের এটি নিশ্চিত করতে বলা হয়েছে যে, যখন তারা অপহরণ কিংবা নতুন কর্মীদের প্রশিক্ষণ নিয়ে তথ্য লেনদেন করবে তখন যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সেটি করা হয়।’

তথ্য : বিবিসি




রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়