ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন চায় বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ৩১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন চায় বিএনপি

‌জ্যেষ্ঠ প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ন্ত্রিত নির্বাচন অভিহিত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ দা‌বি জানান তি‌নি।

মির্জা ফখরুল বলেন, ‘পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রীয় সন্ত্রাস করে একটি নিয়ন্ত্রিত নির্বাচন করা হয়েছে গতকাল। আমরা এই নির্বাচন পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করছি। অবিলম্বে এই নির্বাচন বাতিল করে পুনরায় নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’

নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের যেসব নেতা জয়ী হয়েছেন তারা শপথ নেবেন কি না, সেটি জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘যেহেতু পুরো ফলাফলই আমরা প্রত্যাখ্যান করেছি, তাই এখানে শপথ নেওয়ার কোনো সুযোগ নেই।’

নির্বাচন মনিটরিংয়ে আসা বিদেশী পর্যবেক্ষকদের প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে তি‌নি বলেন, ‘ভারত এবং যুক্তরাষ্ট্র থেকে কোনো পর্যবেক্ষক আসেননি। যারা এসেছেন তারা সরকারের এইড এজেন্ট।’

এর আগে নির্বাচন-পরবর্তী সময়ে দলের করণীয় ঠিক করতে নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী।




রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/৩১ ডি‌সেম্বর ২০১৮/‌রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়