ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাজে দিন ভুলে সামনে তাকিয়ে খুলনা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ৮ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাজে দিন ভুলে সামনে তাকিয়ে খুলনা

ক্রীড়া প্রতিবেদক : বোলিং হয়েছে ছন্নছাড়া। ফিল্ডিংয়ে পড়েছে ক্যাচ একাধিক। ব্যাটিংটা হয়েছে আরো বাজে। সব মিলে ঢাকার কাছে পাত্তাই পায়নি খুলনা টাইটান্স। বড় হারের পর এটিকে স্রেফ বাজে একটি দিন হিসেবে দেখছেন খুলনার দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেভিড ভিসে। হতাশা ভুলে সামনে তাকিয়ে তারা।

মিরপুরে মঙ্গলবার ঢাকার কাছে ১০৫ রানে হেরেছে খুলনা। বিপিএলের ইতিহাসে রানের হিসাবে দ্বিতীয় বড় হার এটি। ১৯৩ রানের লক্ষ্য তাড়ায় খুলনা গুটিয়ে যায় মাত্র ৮৭ রানেই। প্রথম দুই ম্যাচেই হার সঙ্গী করল মাহমুদউল্লাহর দল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা ভিসে বলেছেন, ‘সব দিক থেকেই আজকের দিনটা ছিল হতাশার। বোলিংয়ে আমরা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। ফিল্ডিংয়ে আমরা বেশ কিছু সুযোগ নষ্ট করেছি। ১৯০ রান তাড়া করা সব সময়ই কঠিন। আমাদের শুরুটা ভালো করা দরকার ছিল এবং পুরো ম্যাচে সেটা ধরে রাখতে হতো।’

‘প্রথম ম্যাচে আমাদের পারফরম্যান্স ভালো ছিল এবং ইতিবাচক অনেক কিছু ছিল। কিন্তু আজকের দিনটা ছিল বাজে। যেটি ভুলে যাওয়া দরকার। আগামীকাল আমরা রাতে খেলব। সুযোগটা আমারা নিতে চাই।’

বুধবার নিজেদের তৃতীয় ম্যাচে রাজশাহী কিংসের মুখোমুখি হবে খুলনা টাইটান্স।



রাইজিংবিডি/ঢাকা/৮ জানুয়ারি ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়