ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রাজশাহীতে একসঙ্গে ৪ সন্তান প্রসব

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীতে একসঙ্গে ৪ সন্তান প্রসব

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক নারী।

মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন নাজনীন নাহার (২৮) নামের ওই গৃহবধূ।

নাজনীন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙা এলাকার মামুনুর রশিদের স্ত্রী। নাজনীনের চার সন্তানের মধ্যে দুটি ছেলে এবং দুটি মেয়ে।

শিশু চারটির দাদা মনসুর রহমান বলেন, ‘একসঙ্গে চার অতিথি আসায় তাদের পরিবারে খুশির শেষ নেই। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ রয়েছেন।’

নাজনীন নাহারের স্বামী মামুনুর রশিদ জানান, গত সোমবার প্রসববেদনা উঠলে তার স্ত্রীকে রাজশাহী মহানগরীর মাদারল্যান্ড ইনফার্টিলিট নামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন গাইনি চিকিৎসক ফাতেমা সিদ্দিকা বিকেল সাড়ে ৩টার দিকে অস্ত্রোপচার করেন। এরপর পৃথিবীর আলোর মুখ দেখে একে একে চার শিশু।

জন্মের সময় শিশু চারটির মধ্যে ছেলে শিশু দুটির ওজন ছিল আড়াই পাউন্ড, আর মেয়ে দুটির ওজন দুই পাউন্ড করে। শিশু চারটির বাবা মামুনুর রশিদ একটি অটোরাইস মিলে চাকরি করেন।



রাইজিংবিডি/রাজশাহী/৯ জানুয়ারি ২০১৯/তানজিমুল হক/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়