ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘মৌলবাদকে চিরতরে বিদায় দিতে হবে’

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মৌলবাদকে চিরতরে বিদায় দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক: দেশ থেকে জামায়াত-শিবিরের কর্মকাণ্ড এবং জঙ্গিবাদ ও মৌলবাদী কার্মকাণ্ডকে নিশ্চিহ্ন ক‌রে চিরতরে বিদায় দিতে হবে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন প্রাক্তন মন্ত্রী ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

তি‌নি ব‌লেন, ‘সোনার বাংলা গড়তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেখানে শেষ করে গেছেন, সেখান থেকে আমাদের আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

মঙ্গলবার জাতীয় প্রেসক্লা‌বের জহুর হো‌সেন চৌধুরী হ‌লে বাংলা‌দেশ সাম্যবাদী দল (এমএল)-এর উ‌দ্যো‌গে মহান ভাষা আন্দোলনে ভাষা সংগ্রামী কমরেড মোহাম্মদ তোয়াহার ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় তি‌নি একথা ব‌লেন।

তিনি বলেন, ‘সেই লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ দলকে সঙ্গে নিয়ে কাজ করছেন। এই দলের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো পাকিস্তানি দোসরদের নির্মূল করা।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।




রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৯/সাওন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়