ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এরশাদের অফিস থেকে ৪৩ লাখ টাকা চুরি

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৬, ৩০ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এরশাদের অফিস থেকে ৪৩ লাখ টাকা চুরি

ছবি : মোহাম্মদ নঈমুদ্দীন

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বনানী কার্যালয়ে দুর্ধর্ষ চুরি হয়েছে। খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মঙ্গলবার ভোর রাতে কে বা কারা তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরি করেছে। এ সময় তারা বিভিন্ন রুমের ড্রয়ার ভেঙে ফেলে।

সকালে চুরির বিষয়টি নিশ্চিত করেন হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান তিনি।

জানা গেছে, বনানী অফিসে হুসেইন মুহম্মদ এরশাদের ব্যক্তিগত কর্মকর্তা জাহাঙ্গীর আলমের রুমের ড্রয়ারের তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। টাকার খোঁজে তারা পার্টির মহাসচিবের কক্ষ ও হুসেইন মুহম্মদ এরশাদের ব্যক্তিগত সহকারী অবসরপ্রাপ্ত মেজর খালেদ আক্তারের কক্ষের তালা ভেঙে তল্লাশি চালায়।




রাইজিংবিডি/ঢাকা/৩০  এপ্রিল ২০১৯/মাকসুদ/নঈমুদ্দীন/ইভা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়