ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চাঁদ দেখা কমি‌টির কঠোর সমালোচনায় ফখরুল

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ৫ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাঁদ দেখা কমি‌টির কঠোর সমালোচনায় ফখরুল

‌জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক : প‌বিত্র ঈদুল ফিত‌রের তারিখের বিষয়ে চাঁদ দেখা ক‌মি‌টির বারবার অবস্থান প‌রিবর্ত‌নের ক‌ঠোর সমা‌লোচনা ক‌রে‌ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘সুশাসন না থাকলে যা হয়, তাই হয়েছে।'

বুধবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ব‌লেন, ‘এই সরকার, জনগণের কষ্টের ব্যাপারগুলো কোনোদিন সঠিকভাবে উপলব্ধি করেনি, করার প্রয়োজনও মনে করে না। সে কারণেই জনগণের ভোগান্তি হয়, কষ্ট পায়।’

তি‌নি বলেন, ‘এ সরকারের সবচেয়ে বড় সমস্যা, জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তাদের কোনো জবাবদিহিতা নেই। যদি দায়িত্বহীনতা থাকে, দায়িত্বশীলতা না থাকে, তাহলে এ ধরনের ঘটনা ঘটবেই। তাদেরকে তো জনগণের কাছে জবাব দিতে হয় না। তারা একটি নির্বাচন করেছে, যেই নির্বাচনে জনগণের কোনো প্রয়োজন ছিল না। এরপর তারা দেশ চালাচ্ছেন অন্যায় ও বেআইনিভাবে।"

কৃষ‌কের ঘ‌রে ঈদ নেই, উ‌ল্লেখ ক‌রে বিএন‌পির মহাস‌চিব বলেন, ‘কৃষক এবার ধানের ন্যায্যমূল্য পায়নি, ধান বিক্রি করতে পারেনি। তাদের ঘরে কোনো আনন্দ নেই। দেশের লাখ লাখ মানুষের ঘরে কোনো উৎসব নেই।’

এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এ জাহিদ হোসেন, উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদারসহসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা অংশ নেন।



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/৫ জুন ২০১৯/‌রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়