ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কূটনীতিক ও নেতা-কর্মীদের সঙ্গে কাদেরের শুভেচ্ছা বিনিময়

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ৫ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কূটনীতিক ও নেতা-কর্মীদের সঙ্গে কাদেরের শুভেচ্ছা বিনিময়

জ্যেষ্ঠ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন দেশের কূটনীতিক ও দলের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভিডিওবার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদে ঈদযাত্রায় ঘরমুখো মানুষদের জন্য নৌপথ, সড়কপথ ও আকাশপথে সু-ব্যবস্থা করেছি। আপনারা যেন সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন সে ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আমি আপনাদের সার্বিক মঙ্গল কামনা করি ও ঈদের শুভেচ্ছা জানাই।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে ফিনল্যান্ড অবস্থান করছেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশ  ও সংস্থার কূটনীতিকরা অংশ নেন। দ্বিতীয় পর্বে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, দুই সিটি করপোরেশনের মেয়র, আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/৫ জুন ২০১৯/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়