ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কৌশল ঠিক করে মাঠে নামবে ঐক্যফ্রন্ট : ড. কামাল

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ৬ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কৌশল ঠিক করে মাঠে নামবে ঐক্যফ্রন্ট : ড. কামাল

জ্যেষ্ঠ প্রতিবেদক : নতুন নির্বাচনের দাবিতে কৌশল ঠিক করে জাতীয় ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে বলে জানিয়েছেন জোটটির অন্যতম নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে নিজের বাসায় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই কথা জানান।

ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ আছে জানিয়ে ড. কামাল বলেন, ‘ঐক্যফ্রন্ট মোটেও ভাঙনের পথে না। আগামী ১২ তারিখ আমরা সবাই মিলে বসছি। আমরা কৌশল ঠিক করে মাঠে নেমে ঐক্যকে আরও সুসংহত করব। নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদার করাই পরিকল্পনা।’

‘আমাদের লক্ষ্য জনগণের ঐক্য গড়ে তোলা। সমমনা দলগুলোকে সঙ্গে নেওয়ার কাজটা আমাদের অব্যাহত আছে। তা আরও জোরদার করা হবে। আমরা বিশ্বাস করি, এই ধরনের একটা স্বৈরতান্ত্রিক অবস্থা থেকে মুক্ত হতে হলে জনগণের ঐক্য প্রয়োজন এবং সচেতন রাজনৈতিক দলগুলো যারা আছে, তাদের ঐক্য অপরিহার্য।’

দেশে গণতন্ত্রের অভাবে সমাজে অরাজকতা দেখা দিয়েছে বলেও মনে করেন জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতা।

‘গণতন্ত্র না থাকাতে যে অবস্থা হচ্ছে তা তো আমরা দেখতে পাচ্ছি। কীভাবে ধর্ষণের ঘটনা ঘটছে, অরাজকতা দেখা দিচ্ছে।  গণতন্ত্র ফিরিয়ে আনা অপরিহার্য। আইনের শাসন হবে না, যদি দেশে গণতন্ত্র না থাকে।’

এ সময় গণফোরামের বর্তমান সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, প্রাক্তন সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, দলের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, গণফোরামের নেতা আবু সাইয়িদ ও আরো অনেকে উপস্থিত ছিলেন।





রাইজিংবিডি/ঢাকা/৬ জুন ২০১৯/রেজা/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়