ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বুধবার ঢাবির কেন্দ্রীয় মসজিদে শাকিলের জানাজা

আসাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ৬ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 বুধবার ঢাবির কেন্দ্রীয় মসজিদে শাকিলের জানাজা

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের জানাজা বুধবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

 

জানাজা শেষে তার মরদেহ ময়মনসিংহে গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে আরেক দফা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

 

মাহবুবুল হক শাকিলের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।  বুধবার   সকাল ৭টায় ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়া হবে।

 

আওয়ামী নেতা নসরুল হামিদ সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

 

মাহবুবুল হক শাকিল ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। তিনি ময়মনসিংহ জেলা স্কুল থেকে এসএসসি ও আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার বাবা আইনজীবী জহিরুল হক খোকা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি। ছাত্রলীগের প্রাক্তন এ নেতা সাহিত্যচর্চা করতেন। তার প্রকাশিত বই-‘খেরোখাতার পাতা থেকে’ও ‘মন খারাপের গাড়ী’।

 

বারডেম হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল হক মল্লিক জানান, রাতে শাকিলের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ ডিসেম্বর ২০১৬/আসাদ/আরিফ শাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়