ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নর্দান বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের পুনর্মিলনী

হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ১৪ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নর্দান বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক : নর্দান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর রায়হান উল-মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করিম, ট্রেজারার মো. আনোয়ার হোসাইন, রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) একতেদার আহমেদ সিদ্দিকী।

 

অনুষ্ঠানে প্রফেসর রায়হান উল-মাসুদ অ্যাসোসিয়েশনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিশ্ববিদ্যালয়ের সম্পদ, এই সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে আপনারা দেশের কল্যাণ বয়ে আনবেন বলে আমরা আশা করি।

 

অনুষ্ঠানে নর্দান বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্যসহ সাধারণ সদস্য এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুনর্মিলনী শেষ হয়েছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ ডিসেম্বর ২০১৬/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়