ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দিনশেষে ২৯৮ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিনশেষে ২৯৮ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

ম্যাচের একটি দৃশ্য

ক্রীড়া ডেস্ক : ব্যাটিং ব্যর্থতায় ১০৫ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৪৩ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে। তাতে ভারতের বিপক্ষে দিনশেষে ২৯৮ রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়া। ক্রিজে আছেন স্টিভেন স্মিথ (৫৯) ও মিশেল মার্শ (২১)। তারা দুজন তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।

আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার (১০), শন মার্শ (০), পিটার হ্যান্ডসকম্ব (১৯) ও ম্যাট রেন’শ (৩১)।

তার আগে আজ শুক্রবার প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ৯ উইকেট হারিয়ে ২৫৬ রান নিয়ে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। দলীয় স্কোরে আর ৪ রান যোগ করেই আউট হয়ে যান মিচেল স্টার্ক (৬১)। তাতে ২৬০ রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে যবনিকাপাত ঘটে।

জবাবে ভারত তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে। সেই বিপর্যয় থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। ১০৫ রানেই শেষ হয় ভারতের ইনিংস। ব্যাট হাতে ভারতের লোকেশ রাহুল সর্বোচ্চ ৬৪ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান করেন আজিঙ্কা রাহানে এবং ১০টি রান আসে মুরালি বিজয়ের ব্যাট থেকে।

বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

 


রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়