ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মেসির হ্যাটট্রিকের রেকর্ড ছুঁলেন রোনালদো

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২২, ৩ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেসির হ্যাটট্রিকের রেকর্ড ছুঁলেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের আরো একটি ম্যাচ, ক্রিস্টিয়ানো রোনালদোর আরো একটি হ্যাটট্রিক। । বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগেও হ্যাটট্রিক করেছিলেন সিআর-সেভেন।

এই হ্যাটট্রিকে রোনালদো একটি রেকর্ডেও ভাগ বসিয়েছেন। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি হ্যাটট্রিকে বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসির রেকর্ড ছুঁয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় দুজনের হ্যাটট্রিক এখন ৭টি করে।

সান্তিয়াগো বার্নাব্যুতে কাল তিন গোল করে রোনালদো আরো বেশ কিছু কীর্তি গড়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলো:

*চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে সবচেয়ে বেশি তিনটি হ্যাটট্রিক রোনালদোর। নকআউট পর্বে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করা প্রথম খেলোয়াড়ও তিনিই।

*চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে সবচেয়ে বেশি গোল রোনালদোর, ১৮ ম্যাচে ১৩ গোল।

*প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে গোলের হাফ সেঞ্চুরি করলেন রোনালদো (৫২)। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ গোল মেসির।

*চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি হোম গোল রোনালদোর (৫৩)। তিনি ছাড়িয়ে গেছেন মেসিকে।

*২০১২-১৩ মৌসুমে রবার্ট লেভানডফস্কির পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে হ্যাটট্রিক করা প্রথম খেলোয়াড় রোনালদো।

*প্রথম খেলোয়াড় হিসেবে মাদ্রিদ ডার্বিতে ২০ গোল করলেন রিয়াল মাদ্রিদের সেরা এই তারকা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ মে ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ