ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

স্পেনের নাগরিক হচ্ছেন নেইমার!

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৯, ৮ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্পেনের নাগরিক হচ্ছেন নেইমার!

ক্রীড়া ডেস্ক : স্পেনের নাগরিকত্ব নিতে যাচ্ছেন বার্সেলোনার তারকা খেলোয়াড় নেইমার। জাতীয় দলের জার্সি গায়ে ব্রাজিলের হয়েই খেলবেন তিনি। তবে স্পেনে খেলার সুবিধার জন্য দ্বৈত নাগরিকত্বের জন্য আবেদন করেছেন সেলেসাও এ ফুটবলার।

স্প্যানিশ লা লিগার নিয়ম অনুযায়ী যে কোনো ক্লাবে ইউরোপের বাইরের তিনজন ফুটবলার খেলতে পারবেন। নন-ইউরোপীয়ান হিসেবে লুইস সুয়ারেজ, হ্যাভিয়ের মাশ্চেরানো, লিওনেল মেসি এবং ডিফেন্ডার মার্লন সান্তোস বার্সেলোনার স্কোয়াডে এই অবস্থান ধরে রেখেছেন।

স্পেনের দ্বৈত নাগরিক দেখাতে পারলে বার্সেলোনা এবং নেইমারকে কম কর দিতে হবে। স্পেনের নিয়ম অনুযায়ী যে কেউ কাজের জন্য তিন বছরের বেশি সেখানে অবস্থান করলে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেইমার। তাই স্পেনের নাগরিকত্ব পাওয়ার জন্য যোগ্যতা রয়েছে তার। কাতালান ক্লাবটির প্রত্যাশা গ্রীষ্মের দলবদল শেষ হতেই স্পেনের নাগরিকত্ব পেয়ে যাবেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।



রাইজিংবিডি/ঢাকা/৮ জুন ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়