ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশ কাস্টমস ট্যারিফের নতুন বই

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ১৪ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ কাস্টমস ট্যারিফের নতুন বই

নিজস্ব প্রতিবেদক : বাজারে এসেছে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে শুল্ক-করসংক্রান্ত পরিবর্তন নিয়ে বাংলাদেশ কাস্টমস ট্যারিফের নতুন বই।

বইটিতে আমদানি পণ্যের কাস্টমস ডিউটি, ভ্যাট, অগ্রিম ট্রেড ভ্যাট, অগ্রিম আয়কর, সম্পূরক শুল্ক ও রেগুলেটরি ডিউটি হারসহ চূড়ান্ত শুল্ক-কর হার দেওয়া আছে, যা শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক, এজেন্ট, গবেষণাকারী ও শুল্ক করাদি নির্ণয়ে সংশ্লিষ্ট সকলের জন্য সহায়ক হবে।

এবার বইটিতে আমদানি পণ্যের ন্যূনতম মূল্যসংক্রান্ত এসআরও যুক্ত করা হয়েছে। এ ছাড়া এসআরওর মাধ্যমে ওই এইচএস কোডে বিশেষ সুবিধা দেওয়া আছে কি না, তাও জানা যাবে। পাশাপাশি কাস্টমসের সব এসআরও নম্বর দেওয়া আছে।

বইটির রচয়িতা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা রুহুল আমিন। আর প্রকাশক হলো লিটন পাবলিকেশন্স। এর মূল্য রাখা হয়েছে সাড়ে ৩০০ টাকা।

এ প্রসঙ্গে লেখক রুহুল আমিন বলেন, ‘বইটি প্রকাশিত হওয়ার পর থেকে পাঠকদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি। বিশেষ করে ব্যবসায়ী মহল থেকে বেশি সাড়া পাওয়া যাচ্ছে। আশা করছি এ বই শুল্ক-করসংক্রান্ত বিষয়ে জানতে পাঠকদের জন্য সহায়ক হবে।’



রাইজিংবিডি/ঢাকা/১৪ আগস্ট ২০১৭/এম এ রহমান/সাইফুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়