ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রিয়াল-জিরোনা ম্যাচ হবে তো?

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ২৮ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রিয়াল-জিরোনা ম্যাচ হবে তো?

এই মাঠেই হওয়ার কথা রিয়াল-জিরোনা ম্যাচ

ক্রীড়া ডেস্ক : স্পেন থেকে পুরোপুরি পৃথক হতে স্বাধীনতা ঘোষণা করেছে কাতালোনিয়া। রাজনৈতিক এই ব্যাপারটির আঁচ লেগেছে স্প্যানিশ লা লিগাতেও। নিরাপত্তা শঙ্কায় জিরোনার মাঠে রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ম্যাচটা মাঠে গড়াবে তো?

শুক্রবার কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্টে ভোটাভুটিতে স্বাধীনতা ঘোষণার সিদ্ধান্ত হয়। পাল্টা জবাবে ঘণ্টাখানেকের মধ্যেই কাতালোনিয়ায় স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটির ওপর কেন্দ্রের শাসন জারি করেছে স্পেন সরকার।

এ মাসের শুরুতে স্বাধীনতার দাবিতে কাতালোনিয়ায় যেদিন গণভোট হয়, সেদিন পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৪০০ মানুষ আহত হন। একই দিন ঘরের মাঠে লাস পালমাসের বিপক্ষে ম্যাচ ছিল কাতালান ক্লাব বার্সেলোনার। সেদিন নিরাপত্তা শঙ্কায় দর্শকদের স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি। স্টেডিয়ামের দরজা বন্ধ করে দিয়ে ম্যাচ হয় ফাঁকা গ্যালারিতে।

রোববার আরেক কাতালান ক্লাব জিরোনার মাঠ এস্তাদিও মন্টিলিভিতে খেলতে যাবে রিয়াল মাদ্রিদ। কিন্তু স্পেনে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ম্যাচটি স্থগিত হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান অবশ্য ম্যাচ নিয়ে আশাবাদী। নিরাপত্তা নিয়েও চিন্তিত নন তিনি। জিদান বলেছেন, ‘আমরা কাতালোনিয়া নিয়ে চিন্তিত নই, কারণ নিরাপত্তা সব সময় যেমন থাকে; তেমনই থাকবে। অন্য কিছু নিয়ে চিন্তা না করে আমরা আমাদের খেলা খেলব। আমরা ম্যাচ নিয়ে ভাবছি। আশা করি, এটি ভালো একটি ম্যাচ হবে।’

রিয়াল মাদ্রিদের ভয়ের কিছু নেই বলে মনে করেন জিরোনা সভাপতি ডেলফি গিলিও, ‘আমরা আশা করি, কোনো কিছুই ঘটবে না। আমরা রিয়াল মাদ্রিদকে স্বাগত জানাব, তারা সম্মানিত হবে। সবাই ফুটবলের দারুণ একটি দিন উপভোগ করতে চায়।’

এই ম্যাচ ঘিরে বাড়তি নিরাপত্তা নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। গিলি যদিও ব্যাপারটি স্পষ্ট করেননি, ‘বার্সেলোনা খেলতে এলে যেমন নিরাপত্তা থাকে, তেমনই থাকবে। প্রতিটি হোম ম্যাচের জন্য যেভাবে প্রস্তুতি নেওয়া হয়, সেভাবেই প্রস্তত হচ্ছি আমরা। আমরা মাদ্রিদের সঙ্গে কথা বলিনি। আমরা তাদের আগমনের অপেক্ষায় থাকব, যেমনটা অন্য যেকোনো ক্লাবের জন্য থাকি।’

ম্যাচ স্থগিত হওয়ার মতো কোনো বার্তাও তারা পাননি বলে জানান জিরোনা সভাপতি, ‘এই বিষয়ে কোনো সংবাদ আমাদের কাছে নেই। সবাই উপভোগ করতে পারেন এমন একটি ভালো ম্যাচের জন্য কাজ করছি আমরা।’

তথ্যসূত্র : মেইল অনলাইন, মার্কা ডটকম।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ অক্টোবর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়