ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

থানা জিডি না নিলে আদালতে যান : ডিএমপি কমিশনার

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ১৩ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
থানা জিডি না নিলে আদালতে যান : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানা সাধারণ ডায়েরি (জিডি) না নিলে অভিযোগকারী আদালতে যেতে পারেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার বিকেলে পল্টন কমিউনিটি সেন্টারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।

দুই সাংবাদিককে গুলি করে হত্যার হুমকির পরিপ্রেক্ষিতে ভাটারা থানা কেন জিডি গ্রহণ করেনি? সাংবাদিকদের এমন  প্রশ্নের জবাবে তিনি বলেন, থানা জিডি নেয়নি। তবে আইনের হাত কিন্তু অনেক লম্বা ও অনেক স্তর রয়েছে। থানা যদি পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে অভিযোগকারী কিন্তু আদালতে যেতে পারেন।

অনুষ্ঠানে ডিএমপির মতিঝিল বিভাগের আয়োজনে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ১ হাজার কম্বল বিতরণ করেন আছাদুজ্জামান মিয়া।



রাইজিংবিডি/ঢাকা/১৩ জানুয়ারি ২০১৮/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়