ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বাংলাদেশি জেলেদের ওপর বিজিপির গুলিবর্ষণ, আহত ১

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৭, ৩ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশি জেলেদের ওপর বিজিপির গুলিবর্ষণ, আহত ১

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে বাংলাদেশি  জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে মিয়ানমার সীমান্তরক্ষা বাহিনী বিজিপি। এতে এক জেলে গুলিবিদ্ধ হয়েছে।

আজ শনিবার সকাল ৮টার দিকে টেকনাফের কানজরপাড়ার নাফ নদীতে মাছ ধরার সময় বিজিপির সদস্যরা গুলি চালায়। গুলিবিদ্ধ নুরুল ইসলামকে উখিয়া উপজেলার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ সময় বাংলাদেশি চার জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী বিজিবির টেকনাফস্থ ২নং ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল আরিফুল ইসলাম জানান, ধরে নেওয়া জেলেরা টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা। জেলেদের ফেরৎ চেয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে পত্র পাঠানো হয়েছে।   

 

 

রাইজিংবিডি/কক্সবাজার/৩ ফেব্রুয়ারি ২০১৮/সুজাউদ্দিন রুবেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়