ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

চট্টগ্রামে ৪ দিন ব্যাপী রিহ্যাব ফেয়ার শুরু

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৯, ৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে ৪ দিন ব্যাপী রিহ্যাব ফেয়ার শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : ‘স্বপ্নীল আবাসন, সবুজ দেশ লাল সবুজের বাংলাদেশ’ শিরোনামে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু বে ভিউতে শুরু হয়েছে ৪ দিন ব্যাপী ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০১৮’।

আজ বৃহস্পতিবার দুপুরে রিহ্যাব ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ সালাম।

এবারের রিহ্যাব ফেয়ারে ঢাকা ও চট্টগ্রামের ৫৯টি আবাসন ও নির্মাণ সামগ্রী প্রতিষ্ঠানের ৮৩টি স্টল অংশ নিয়েছে। অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে মেলার কো-স্পন্সর হিসেবে রয়েছে ২১টি প্রতিষ্ঠান। অন্যান্যগুলো হচ্ছে  ১০টি ম্যাটেরিয়ালস, ৭টি আর্থিক প্রতিষ্ঠান এবং ২১টি সাধারণ স্টল।

মেলায় অংশ নেওয়া এ প্রতিষ্ঠানগুলো হচ্ছে- এয়ারবেল ডেভলপমেন্ট টেকনোলজিস, সিপিডিএল, ফিনলে প্রোপার্টিজ, র‌্যাঙ্কস এফসি প্রোপার্টিজ, বিল্ডিং টেকনোলজিস এন্ড আইডিয়া’স (বিটিআই), ইকুইটি প্রোপার্টি ম্যানেজম্যান্ট, কনকর্ড রিয়েল এস্টেট ডেভলপমেন্ট, এএনজে প্রোপার্টিজ, এপিক প্রোপার্টিজ, আমিন মোহাম্মদ ল্যান্ডস, ইউএস বাংলা অ্যাসেট, জুমাইরাহ হোল্ডিংস, নাভানা রিয়েল এস্টেট লিমিটেড, অ্যাকর্ড হোল্ডিংস, অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন (এবিসি), কোরাল রিফ প্রোপার্টিজ, গ্রীণ বার্ড প্রোপার্টিজ, এসএএফ হোল্ডিংস, এক্সইএন ডেভলেপম্যান্ট, সেভেন প্রোপার্টিজ, সায়মা প্রোপার্টিজ, প্লাটিনাম হোল্ডিংস, আরবান আমেরিকান ডেভলেপমেন্ট, নাইট ফ্রাংক ডেভলেপম্যান্ট, মদিনা ডেভলেপমেন্ট, জেএস বিল্ডার্স, আটলান্টিক প্রোপার্টিজ, ইন্ট্রাকো প্রোপার্টিজ, আরএফ বিল্ডার্স, রিসোর্ট ডেভলেপম্যান্ট এন্ড সার্ভিস, রাকিন ডেভলেপম্যান্টস, ইউনিক এসেটস, প্রাইম এসেট ডেভলেপম্যান্ট, সিএ প্রোপার্টিজ, সানমার প্রোপার্টিজ, মৌলানা ডেভলেপমেন্ট কোম্পানি, রিসোর্ট ডেভলেপমেন্ট এন্ড সার্ভিসেস ও রিচমোন্ড ডেভলেপারস। বিল্ডিং ম্যাটেরিয়াল প্রতিষ্ঠান হিসেবে মেলায় অংশ নিয়েছে আবুল খায়ের সিরামিকস, হাতিল কমপ্লেক্স, বার্জার পেইন্টস, এলিট পেইন্ট, তিলোত্তমা চিটাগাং, স্টার পার্টিকেল বোর্ড, বিআরবি ক্যাবলস, পারটেক্স ফার্নিচার, মীর সিরামিক, ইন্ট্রাকো এলপিজি, প্যারাগন টেক, পিউরিট ইউনিলিভার, পিটুপি ফ্যামিলি এবং বাংলাদেশ লিফট ইন্ড্রাস্ট্রি।

এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, লঙ্কা বাংলা ফাইন্যান্স, আইপিডিসি ফাইন্যান্স, ইস্টার্ন ব্যাংক, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন, দি সিটি ব্যাংক ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন।



রাইজিংবিডি/চট্টগ্রাম/৮ ফেব্রুয়ারি ২০১৮/রেজাউল করিম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়