ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ঘরের মাঠে হেরেও শেষ আটে ম্যানসিটি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৭, ৮ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘরের মাঠে হেরেও শেষ আটে ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক: প্রতিপক্ষের মাঠে শেষ ষোলোর প্রথম লেগে বড় ব্যবধানের জয়ে অনেকটাই নির্ভার ছিল ম্যানচেস্টার সিটি। তাই চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে ফিরতি লেগে নিয়মিত একাদশের অনেককে বাইরে রেখেই বাসেলের বিপক্ষে খেলতে নামে দলটি।

ইতিহাদ স্টেডিয়ামে বাসেলের বিপক্ষে সেই ম্যাচে গতকাল রাতে ২-১ গোলে হেরেছে গার্দিওলার দল। তবে প্রথম লেগে ৪-০ গোলে এগিয়ে থাকায় দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে শেষ আটের টিকিট পেয়েছে চলতি মৌসুমে ইংলিশ লিগে উড়তে থাকা দলটি।

বাসেলকে হালকাভাবে নিয়ে ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেল ম্যানসিটি।আর ইতিহাদ স্টেডিয়ামে যে কোনো প্রতিযোগিতায় ৩৬ ম্যাচ পর হেরেছে সিটিজেনরা।

নিজেদের মাঠে ম্যাচের ৮ মিনিটে এগিয়ে যায় ম্যানসিটি। চলতি বছর শুরুর একাদশে প্রথম নেমেই গোলের দেখা পান গ্যাব্রিয়েল জেসুস। ম্যাচের ১৭ মিনিটে পাল্টা আক্রমণে বাসেলের মোহামেদ এলইউনোউসি গোল করে সফরকারীদের সমতায় ফেরান। আর দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটে মাইকেল ল্যাং গোল করলে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যানসিটি।  শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় এ ব্যবধানেই দ্বিতীয় লিগে হার নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা। তবে দুই লেগ মিলিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় অনেকটা স্বস্তি নিয়েই মাঠ ছাড়ে গার্দিওলার দল।




রাইজিংবিডি/ঢাকা/৮ মার্চ ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়