ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘রিয়াল মাদ্রিদ কিছুই জিতবে না’

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ২১ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রিয়াল মাদ্রিদ কিছুই জিতবে না’

ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ লা লিগার শিরোপা অনেক আগেই হাতছাড়া হয়েছে রিয়াল মাদ্রিদের। এখন তাদের সামনে কেবল উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের হাতছানি। বুধবার দিবাগত রাতে সেমিফাইনাল প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে তারা। এমন সময় বার্সেলোনার প্রাক্তন সভাপতি জোয়ান গাসপার্ত জানিয়েছেন বার্সেলোনা ডাবল জিতবে, রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিবে। তারা কিছুই জিতবে না।

আজ শনিবার কোপা দেল রের ফাইনালের আগে বার্সার প্রাক্তন এই সভাপতি বলেন, ‘আমরা লা লিগার পাশাপাশি কোপা দেল রের শিরোপাও জিতব। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়বে। তারা কিছুই জিততে পারবে না। রিয়ালের বিপক্ষে আসন্ন এল ক্লাসিকোতেও বার্সা জয় পাবে।’

রিয়ালের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ভালো খেলার প্রত্যাশা করে গাসপার্ত বলেন, ‘আশা করছি বায়ার্ন তাদের সেরা খেলাটা খেলবে। রিয়ালের বিপক্ষে সেমিফাইনালের জন্য তারা কঠোর পরিশ্রম করবে। রিয়াল মাদ্রিদ হয় সেমিফাইনাল থেকে বিদায় নিবে, না হয় ফাইনালে হেরে যাবে।’

চ্যাম্পিয়নস লিগ থেকে বার্সার বিদায় নেওয়াটা তিনিও মানতে পারেননি। রোমার বিপক্ষে বার্সার হারের বিষয়ে তিনি বলেন, ‘ওই ম্যাচের পর দুইদিন আমি কিছুই ভাবতে পারিনি। সারাক্ষণ মাথায় শুধু ওই ম্যাচের দৃশ্য ভেসে উঠছিল। রোমে বার্সার হার নিয়ে আমি খুবই হতাশ ছিলাম। পরদিনও আমি হতাশার মধ্যেই ছিলাম। তার উপর রিয়াল মাদ্রিদ সেমিফাইনালে উঠে গেল। সেটা আরো পীড়া দিয়েছে আমাকে। আমি চেয়েছিলাম জুভেন্টাস সেমিফাইনালে যাক। কিন্তু শেষ মুহূর্তে তার ভিন্ন কিছু হয়ে গেল।’

গাসপার্ত ২০০০ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত বার্সেলোনার সভাপতির দায়িত্ব পালন করেছেন।



রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়