ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘সিলেট ও চট্টগ্রামে হাইকোর্টের বেঞ্চ স্থাপন হবে’

কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১১, ২ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সিলেট ও চট্টগ্রামে হাইকোর্টের বেঞ্চ স্থাপন হবে’

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট ও চট্টগ্রামে হাইকোর্টের বেঞ্চ স্থাপনে সরকারের আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।

 

তিনি বলেন, ‘এ ব্যাপারে আমারও আগ্রহ রয়েছে। কিছু বিচারপতির পদ শূন্য রয়েছে। এগুলো পূর্ণ করার প্রক্রিয়া চলছে। বিচারপতির পদ পূর্ণ হয়ে গেলে সিলেট ও চট্টগ্রামে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের প্রক্রিয়া শুরু হবে।’

 

বৃহস্পতিবার রাতে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ এবং নবীন আইনজীবী বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

প্রধান বিচারপতি আরো বলেন, আইনজীবীরা জাতির বিবেক। দেশ ও জাতির কল্যাণে তাদের কাজ করতে হবে। দরিদ্র ও অসহায়দের আইনি সেবা প্রদানে আইনজীবীদের এগিয়ে আসতে হবে।

 

সিলেট জেলা আদালত প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম শমিউল আলম।

 

সিলেট জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোবায়ের বখত জুবেরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমেদ পাটোয়ারী, সিলেট জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম প্রমুখ।

 

 

রাইজিংবিডি/সিলেট/১ ডিসেম্বর ২০১৬/কামাল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়