ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বেনাপোল সীমান্ত থেকে ৪০৬ মোবাইল উদ্ধার

বি এম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ৩১ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেনাপোল সীমান্ত থেকে ৪০৬ মোবাইল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৪০৬টি মোবাইল ফোন সেট উদ্ধার করেছে। ভারত থেকে পাচার করে আনা নকিয়া ব্রান্ডের এসব ফোন জব্দ করা হয়।

 

আজ শনিবার দুপুরের দিকে বেনাপোলের পুটখালী সড়কের গাতিপাড়া সীমান্ত থেকে মোবাইল ফোন নকিয়া সেটগুলো জব্দ করা হয়।

 

বিজিবি সূত্র জানায়, ভারত থেকে পাচার করে আনা বিপুল সংখ্যক মোবাইল ফোন সেট নিয়ে সীমান্ত পথে দেশে অনুপ্রবেশ করছিল চোরাকারবারিরা।

 

খবর পেয়ে বিজিবি সদস্যরা গাতিপাড়া সীমান্তে অভিযানে যান। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মোবাইল ফোন ভর্তি দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে মোবাইল ফোন সেটগুলো জব্দ করা হয়।

 

২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল সদর ক্যাম্পের নায়েক সুবেদার শহিদুল ইসলাম জানান, জব্দকৃত ফোন সেটগুলো বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

 

 

রাইজিংবিডি/যশোর/৩১ ডিসেম্বর ২০১৬/বি এম ফারুক/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়